ত্রিদেশীয় সিরিজ

অভিষেকেই ১৫০ ব্রিটজকের, দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০৪

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
অভিষেকেই সেঞ্চুরির পর উদযাপন ব্রিটজকের/ ছবি: এএফপি

এক ম্যাচে চারজনের অভিষেক ঘটালো দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলে সুযোগ পেয়েই জাত চেনালেন ওপেনার ম্যাথিউ ব্রিটজকে।

লাহোরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অভিষিক্ত এই ব্যাটারের দুর্দান্ত ১৫০ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। টেম্বা বাভুমা ২০ করে ফিরলেও ব্রিটজকের মারকুটে সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসে ১১টি চার আর ৫টি ছক্কা হাঁকান ব্রিটজকে।

মাঝে ৫১ বলে ৪১ করে ফেরেন জেসন স্মিথ। পরে উইয়ান মুল্ডারের ৬০ বলে ৫ চার আর ১ ছক্কায় ৬৪ রানের ইনিংসে তিনশ ছোঁয় প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি আর উইল ও'ররকি নেন দুটি করে উইকেট।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।