বিশ্বরেকর্ড গড়ে অভিষেক জানান দিলেন ব্রিটজকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। কেন নেই, সেই প্রশ্নটাই যেন তুলে দিলেন ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ওপেনার।

লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ১৪৮ বলে ১৫০ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন আজই ওয়ানডে অভিষেক হওয়া ব্রিটজকে।

এতে করে তিনি ভেঙেছেন ৪৭ বছর আগের রেকর্ড। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের ইনিংস ছিল এতদিন ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ।

ব্রিটজকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে এই রেকর্ড আছে কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা আর রিজা হেনড্রিকসের।

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ব্যাটারের সংখ্যা খুব বেশি নয়। এখন পর্যন্ত ১১টি দেশের ১৯ জন ক্রিকেটার কেবল এই কীর্তি গড়তে পেরেছেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।