কোহলি-ডি ভিলিয়ার্সদের পেছনে ফেললেন উইলিয়ামসন

২২টা ইনিংসে কোনো সেঞ্চুরি ছিল না। সেই সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। এরপর যদি আরও কয়েকটা সেঞ্চুরি বা বড় বড় ইনিংস খেলতে পারতেন, তাহলে হয়তো ওয়ানডেতে দ্রুততম সাত হাজার রান করার ক্ষেত্রে শীর্ষেই উঠে যেতে পারবেন কেন উইলিয়ামসন।
কিন্তু ২২ ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি। এই ২২ ইনিংস পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ১৩৩ রানে অপরাজিত থাকলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রান তাড়া করে দলকে জয় এনে দিয়েছেন, একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে সাত হাজার রানের মাইফলকে নাম লিখলেন উইলিয়ামসন।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সাত হাজার রান করার রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। তিনি এই মাইলফলকে পৌঁছাতে খেলেন ১৫০ ইনিংস। কেন উইলিয়ামসনের এ ক্ষেত্রে লেগেছে ১৫৯ ইনিংস।
তবে উইলিয়ামসন শীর্ষে যেতে না পারলেও পেছনে ফেলেছেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটারকে।
বিরাট কোহলি সাত হাজার রান পূর্ণ করেন ১৬১ ম্যাচে। এবি ডি ভিলিয়ার্সের ক্ষেত্রে ইনিংস লেগেছিল ১৬৬টি। কেন উইলিয়ামসন আবার নিজের ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন ৭২ বলে।
ওয়ানডেতে দ্রুততম সাত হাজার রান করার ক্ষেত্রে ডি ভিলিয়ার্সের পর রয়েছেন সৌরভ গাঙ্গুলি। তার লেগেছিল ১৭৪ ইনিংস। রোহিত শর্মার লেগেছে ১৮১ ইনিংস।
আইএইচএস/কেএসআর