ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের নাম প্রকাশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

দরজায় কড়া নাড়ছে মিনিবিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুভ উদ্বোধন হবে ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনেই (২০ ফেব্রুয়ারি) বাঘের গর্জন শুনিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলের আওতায় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচটি।

ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কারা, তা নিয়ে একটু বেশি আগ্রহ থাকে বাংলাদেশি ক্রিকেটভক্তদের।

গতকাল সোমবার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কৌতূহল মিটেছে।

টাইগারদের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ (ইংল্যান্ড) ও ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন (অস্ট্রেলিয়া)।

গ্রুপ পর্বের বাংলাদেশের বাকি দুই ম্যাচে আম্পায়ার থাকবেন যারা-

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ২৪ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)

অনফিল্ড আম্পায়ার: আহসান রেজা (পাকিস্তান) এবং কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
টিভি আম্পায়ার: রডনি টাকার (অস্ট্রেলিয়া)
চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন (ত্রিনিদাদ)
রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)

পাকিস্তান বনাম বাংলাদেশ, ২৭ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)

ভারতের বিপক্ষে যারা ছিলেন, তারাই এই ম্যাচের অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।