সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া, চাপে রেখেছে শ্রীলঙ্কাকে

সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২১৪ রানের পুঁজি নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোতে আজ (শুক্রবার) দুই ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটি সিরিজ বাঁচানোর, লঙ্কানদের জন্য ট্রফি নিজেদের করে নেওয়ার।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অস্ট্রেলিয়ার বোলাররা অবশ্য শুরু থেকেই চাপে রেখেছে স্বাগতিকদের।
দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভেঙেছেন অসি পেসার অ্যারন হার্ডি। ২০ বলে মাত্র ৬ রান করে বোল্ড হয়ে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২৬।
এমএমআর