শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নড়বড়ে পুঁজি পাকিস্তানের

ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। প্রোটিয়াদের করা ৩৫২ রান ৬ উইকেট হাতে রেখেই টপকে গিয়ে ফাইনালে উঠেছিল তারা। ধারণা করা হচ্ছিল, ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় স্কোর দাঁড় করাতে পারবে মোহাম্মদ রিজওয়ানের দল।
তবে আজ শুক্রবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভক্তদের প্রত্যাশা ঠিকঠাক পূরণ করতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪২ রানেই অলআউট হয়ে গেছে তারা। অর্থাৎ ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে আইসিসি চ্যাম্পিয়ন্স প্রস্তুতি শেষ করতে নিউজিল্যান্ডকে করতে হবে ২৪৩ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান গুটিয়ে যেতে পারতো ২০০ রানের আশপাশেই। কেননা ২০২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। কিন্তু নবম উইকেটে ফাহিম আশরাফ ও নাসিম শাহের ৩৯ রানের জুটিতে কিছুটা হলেও লড়াই সুযোগ তৈরি করেছে পাকিস্তান।
এদিন পাকিস্তানের ইনিংসে নেই কোনো ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুুরি করা রিজওয়ান ও সালমান আগা যা লড়াই করেছেন। সর্বোচ্চ ৪৬ রান (৭৬ বলে) করেছেন রিজওয়ান। ৬৫ বল খেলে ৪৫ রানে থেমেছেন সালমান আগা।
এছাড়া তৈয়ব তাহির ৩৩ বলে ৩৮, বাবর আজম ৩৪ বলে ২৯, ফাহিম আশরাফ ২১ বলে ২২ ও নাসিম শাহ ১৭ বলে ১৯ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে ৪৩ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার উইলিয়াম ও'রর্কে। দুই স্পিনার মাইকেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট শিকার করেন।
এমএইচ/এএসএম