দ্বিতীয় সেমিফাইনাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৫ মার্চ ২০২৫
ফাইল ছবি

প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে নাম লিখিয়েছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা।

গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গ্রুপপর্বে ৩ ম্যাচে ২ জয় এবং একটি হার নিয়ে সেমিফাইনালে এসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপে ৩ ম্যাচে ২টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা, একটি ম্যাচ হয় পরিত্যক্ত।

নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও'ররকি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা, রসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।