রাজনৈতিক স্লোগানসহ ৩ অভিযোগে ৮ পাকিস্তানি ক্রিকেটারের জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৫ মার্চ ২০২৫

রাজনৈতিক স্লোগানসহ ৩ অভিযোগে ৮ ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসব ক্রিকেটারের মোট জরিমানার পরিমাণ ৩০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা। গতকাল শুক্রবার নিজস্ব সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয়েছে পেসার আমের জামালকে। তাকে ১৩ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। জাতীয় দলের এ পেসারের বিরুদ্ধে অভিযোগ, গেল বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজনৈতিক স্লোগান লিখিত ক্যাপ পরিধান করে এসেছিলেন তিনি।

আমের জামালের ক্যাপে লেখা ছিল ‘৮০৪’। বিশেষ সংখ্যা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে কারারুদ্ধ ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন।

এছাড়া ৩ ক্রিকেটার- বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা, সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের প্রত্যেককে ৫ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে টিম হোটেলে দেরি করে ফিরেছেন।

একই কারণে গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকা সফরে যাওয়া সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমানকে অর্থ জরিমানা দেওয়া হয়েছে।

পিসিবি বলছে, উপরোক্ত কাজের মাধ্যমে তারা ক্রিকেট সংক্রান্ত বিধি ভঙ্গ করেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সুনাম অক্ষুণ্ন রাখতে এ ব্যবস্থা নিয়েছে পিসিবি।

২০২৩ সালের মে থেকে কারাবন্দী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান। গেল জানুয়ারি দুর্নীতির মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।

কারাগারে ইমরানের কয়েদি নম্বর ৮০৪। যে কারণে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে এ সংখ্যাটি বিশেষ গুরুত্ব বহন করে। ইমরানের পক্ষ সমর্থন করে তারা এটি সংখ্যাকে স্লোগান হিসেবে ব্যবহার করে থাকেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার কয়েদি নম্বর নিয়ে গড়া ‘৪৬৬৬৪’ আন্দোলন ছিল ব্যাপক আলোচিত ঘটনা।

শ্রেতাঙ্গ শাসনের বিরুদ্ধে কথা বলায় দীর্ঘ ২৭ বছর কারাগারে রাখা হয় ম্যান্ডেলাকে। ১৯৬৪ সালে এ নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দেয় শ্রেতাঙ্গ সরকার। ম্যান্ডেলার কয়েদি নম্বর ছিল ৪৬৬। কয়েদি নম্বরের সঙ্গে কারাগারে নেওয়ার সালের (১৯৬৪) শেষ দুই ডিজিট যোগ করে ‘৮৬৬৬৪’ স্লোগানটি করা হয়। যে স্লোগানটি ব্যবহৃত হয়েছিল মরণঘাতী এইডস নির্মূলের উদ্দ্যেশে তহবিল সংগ্রহ করার জন্য।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।