ইমরানের পক্ষে স্লোগান লিখে জরিমানা গুনলেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৫

৮০৪- নাম্বারটা এখন পাকিস্তানে বেশ জনপ্রিয়। সরকার বিরোধী, বিশেষ করে তেহরিক-ই ইনসাফ (পিটিআই) কর্মীদের কাছে এই সংখ্যাটা একটি প্রতিবাদের ভাষা। এই সংখ্যাটা ফ্লপি হ্যাটের নিচের অংশে লিখে অনুশীলন করতে নেমেছিলেন পাকিস্তানি পেসার আমির জামাল। গত ডিসেম্বরের ঘটনা এটা।

অবশেষে শুধুমাত্র ৮০৪- সংখ্যাটা লিখার ঘটনায় আমির জামালকে প্রায় এক লক্ষ রুপি (৪ হাজার ডলার) জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

‘৮০৪’ লেখার কারণে কেন আমির জামালের ওপর ক্ষুব্ধ হলো পিসিবি? কেন তাকে জরিমানা করা হলো? কারণ, পিসিবির কাছে এই সংখ্যাটা এখন রাজনৈতিক। এটা লিখে মাঠে নামার অর্থ, রাজনৈতিক বার্তা দেওয়া। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন জানিয়ে এই বার্তা দেয়া হয় বলে ধরে নেয় পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার।

মূলত কারাবন্দী ইমরান খানের ব্যাজ নাম্বার (প্রিজনার নাম্বার) ৮০৪। পাকিস্তান ক্রিকেট বোর্ড মনে করেছে, এই নাম্বার লেখা টুপি পরে ইমরানকে সমর্থন করেছেন জামাল। সেই কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

তবে প্রশ্ন উঠছে, ঘটনা ঘটেছে গত ডিসেম্বরে। আর শাস্তি দেওয়া হলো মার্চে এসে। এ বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে। যখন এই ঘটনা ঘটেছিল, তখন কেন শাস্তি দেওয়া হয়নি জামালক? কেন এত দিন সময় লাগল? তবে কি এ পদক্ষেপ নেয়ার নেপথ্যে অন্য কোনও কারণ আছে?

২০২৩ সালে দুর্নীতিসহ নানা অভিযোগে গ্রেফতার করে ইমরান খানকে কারারুদ্ধ করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘ সময়ের কারাবরণের শাস্তি দেয়া হয়েছে। ইমরান খান এসবকে অভিহিত করেছেন, রাজনৈতিক হিসেবে। এসব অভিযোগ মোটেও সত্যি নয়।

আমির জামালের ট্রেনিং কিটে লেখা ছিল নাম্বারটা। আবার সেটা কোনো ম্যাচ ডে’তেও না। আইসিসির কোনো ইভেন্টেও নয়- যেখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত কিছু উল্লেখ থাকা নিষিদ্ধ। অর্থ্যাৎ, আইসিসির কোড অব কন্ডাক্টও ভঙ্গ করেননি জামাল।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্লেয়ার্স কোড অব কন্ডাক্টের নীতি ২.২৩ এর অধীনে শাস্তি পেয়েছেন আমির জামাল। যেখানে লেখা আছে, ‘বোর্ডের কোনও কর্মকর্তা বা স্পনসর, আইসিসি বা এর কোনও কর্মকর্তা বা স্পনসর, খেলোয়াড়, খেলোয়াড়দের সহায়তাকারী কর্মী বা আম্পায়ার এবং ম্যাচ রেফারিসহ ম্যাচ কর্মকর্তাদের সম্পর্কে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য, এই ধরনের সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য যখনই করা হোক না কেন।’

আমির জামালকে এই নীতির আলোকে খেলোয়াড়দের কোনো রাজনৈতিক মন্তব্য, কর্মকাণ্ড- এর আওতায় শাস্তি দেয়া হয়েছে।

পাশাপাশি পাকিস্তানের আরও চার ক্রিকেটার সালমান আলি আগা, সাইম আইয়ুব, আবদুল্লা শফিক ও আব্বাস আফ্রিদিকে আর্থিক জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে বিলম্বে হোটেলে ঢোকায় এই শাস্তি দেওয়া হয় তাদের। আগাকে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়ককেই শাস্তি পেতে হলো।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।