স্বাধীনতা দিবস ক্রিকেট

নান্নুর সবুজ দলকে হারালো আকরামের লাল দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৬ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবস ক্রিকেটে জিতলো আকরাম খানের লাল দল। আজ ২৬ মার্চ বিকেলে শেরে বাংলায় হওয়া এই প্রীতি টি-টেন ম্যাচে মিনহাজুল আবেদিন নান্নুর সবুজ দলকে ২৭ রানে হারিয়েছে লাল দল।

দুই ওপেনার মেহরাব হোসেন অপি আর হান্নান সরকার লাল দলকে শক্ত ভিত গড়ে দেন। অপি ২০ বলে ৩৫ আর হান্নান ১১ বলে ২৫ রান করে আউট হন।

এরপর দুই বাঁহাতি ফয়সাল হোসেন ডিকেন্স ১৭ আর আব্দুর রাজ্জাক অপরাজিত ১১ রান করলে ১০ ওভারে ৩ উইকেটে ১১০ রানের লড়াকু পুঁজি পায় লাল দল।

সবুজ দলের বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, পেসার হাসিবুল হোসেন শান্ত আর জেন্টাল মিডিয়াম পেসার মুশফিক বাবু একটি করে উইকেট পান।

জবাবে সবুজ দল ৫ উইকেটে ৮৩ রানেই আটকে যায়। লাল দলের দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আর ফয়সাল হোসেন ডিকেন্সের মাপা বোলিংয়ের বিপক্ষে মোহাম্মদ রফিক আর তালহা জুবায়ের ছাড়া আর কেউ রান পাননি। রফিক ২৫ আর তালহা জুবায়ের ১২ বলে দুটি করে ছক্কা ও বাউন্ডারি হাকিয়ে ২৯ রানের হার না মানা ইনিংস উপহার দেন।

আকরাম খানের নেতৃত্বে লাল দলের হয়ে আরও খেলেন হাবিবুল বাশার, উইকেটরক্ষক মোহাম্মদ সেলিম, অলরাউন্ডার নিয়ামুর রশিদ রাহুল ও সানোয়ার হোসেন।

অন্যদিকে মিনহাজুল আবেদিন নান্নুর অধিনায়কত্বে সবুজ দলে ব্যাটিং না করলেও আরও অংশ নেন হাসিবুল হোসেন শান্ত, খালেদ মাসুদ পাইলট, জামাল বাবু ও মুশফিক বাবু।

সংক্ষিপ্ত স্কোর
লাল দল: ১০ ওভারে ১১০/৩ (মেহরাব অপি ৩৫, হান্নান সরকার ২৫, ফয়সাল হোসেন ডিকেন্স ১৭, আব্দুর রাজ্জাক ১১*, সজল চৌধুরী ২, ডলার মাহমুদ ২*; মোহাম্মদ রফিক ১/১৬, হাসিবুল হোসেন ১/১৫, মুশফিক বাবু ১/১২)।

সবুজ দল: ১০ ওভারে ৮৩/৫ (মোহাম্মদ রফিক ২৫, এহসানুল হক সিজান ৬, শাহরিয়ার নাফীস ৫, জাভেদ ওমর ৬, তালহা জুবায়ের ২৯*, হাসানুজ্জামান ৭, হাসিবুল হোসেন শান্ত ১*; আবদুর রাজ্জাক ২/৯, ফয়সাল হোসেন ডিকেন্স ২/৬)।

ফল: লাল দল ২৭ রানে জয়ী।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।