মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্লাইট বাতিল, আইপিএলও জড়িয়ে গেলো যুদ্ধে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৭ মে ২০২৫

পেহলগাম ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। এক দেশ আরেক দেশের ওপর সীমিত পরিসরে হামলা করেছে এরই মধ্যে। সামনে আরও বড় হামলার শঙ্কা আছে।

পরিস্থিতি ভালো নয়। ফলে ভারতের চণ্ডীগড়সহ আশেপাশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে।

মুম্বাই ইন্ডিয়ান্স দলের আজ (৭ মে) সন্ধ্যায় ধর্মশালায় যাওয়ার কথা ছিল চণ্ডীগড় হয়ে। তবে তাদের ফ্লাইটটি বাতিল হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এখন কী করবে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

ধর্মশালায় ইতোমধ্যেই পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস অবস্থান করছে। এই দুই দলের আগামীকাল (৮ মে) এখানে খেলার কথা রয়েছে। তবে আশেপাশের বিমানবন্দর বন্ধ থাকায় ম্যাচের পরবর্তী যাত্রাপথ ও সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র জানায়, বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে, কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি আজ (৭ মে) কলকাতায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এখন দেখার বিষয়, নিরাপত্তা পরিস্থিতি ও লজিস্টিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে বিসিসিআই আইপিএলের সূচিতে বড় কোনো পরিবর্তন আনে কিনা। এবারের আসর শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করা যায় কিনা, সেই শঙ্কাও আছে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।