মোস্তাফিজ-তাসকিনকে খুব বেশি মিস করবেন না লিটন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৭ মে ২০২৫

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই বাংলাদেশ দলের দুই প্রধান বোলার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

তাসকিন স্কোয়াড ঘোষণার সময়ই বাদ পড়েন। আর সিরিজের আগমুহূর্তে চোটে পড়ে ছিটকে যান আইপিএল-ফেরত মোস্তাফিজ। দলের দুই গুরুত্বপূর্ণ পেসারকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে কতটা ভালো করতে পারবে বাংলাদেশ, তা নিযে সংশয়-সন্দেহ আছে ভক্তদের।

তবে মোস্তাফিজ ও তাসকিন না থাকলেও বাংলাদেশ খুব বেশি অসুবিধায় পড়বে না বলে মনে করছেন অধিনায়ক লিটন দাস। বরং এটাকে অন্য পেসারদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘তেমন (অসুবিধা) নয়। তাসকিন ও ফিজ (মোস্তাফিজ) যদিও আমাদের মূল বোলার। তবে তারা যখন না খেলে, নতুন দুজন তাদের স্কিল দেখানোর সুযোগ পায়। এটি তাদের জন্য অনেক বড় সুযোগ।’

‘ফিজ (মোস্তাফিজ) আমাদের মূল বোলার। তবে আমাদের দলও খুব ভারসাম্যপূর্ণ। দলের বোলার যারাই আছে, তারা ম্যাচে ভালো করার জন্য খুবই সামর্থ্যবান। তাই আমাদের বিশ্বাসটা আছে।’

পাকিস্তানের উইকেট নিয়ে লিটন বলেন, ‘উইকেট সম্পর্কে যদি বলি, পিএসএলে সবশেষ যতগুলো ম্যাচ দেখেছি... খেলার তো সুযোগ হয়নি। তো যতক্ষণ টিভিতে দেখার সুযোগ হয়েছে, উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। অবশ্যই এখানে রান হবে আমরা আশা করছি।’

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।