ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ৩০ জুন ২০২৫

ক্রিকেটে যুক্ত হয়েছে হৃদয়বিদারক আরও এক অধ্যায়। খেলতে খেলতেই মারা গেছেন ভারতীয় এক ক্রিকেটার। সেটিও আবার এমন মুহূর্তে ঘটেছে, যা রীতিমতো হতবাক করেছে সবাইকে।

গতকাল রোববার ম্যাচ চলাকালীন সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হরজিৎ সিং নামের এক ব্যাটার। পাঞ্জাবের ফিরোজপুরের গুরহর সহায় এলাকার ডিএভি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। অথচ কয়েক সেকেন্ড আগে সজোরে এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

এক ভিডিওতে দেখা যায়, ছক্কা হাঁকানোর পর ক্রিজের মধ্যে বসে পড়েন হরজিৎ। ওই সময় নন-স্ট্রাইক প্রান্তের দাঁড়িয়ে থাকা সঙ্গীও এসে তার পাশে বসে পড়েন। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ। তখন মাঠে উপস্থিত সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

ব্যাটিংয়ের সময় হরজিৎ সিংয়ের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট। জ্ঞান হারিয়ে ফেলার পর কিছু খেলোয়াড় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হরজিৎকে বাঁচানো যায়নি। এই ক্রিকেটার কাঠমিস্ত্রির কাজ করতেন।

ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল ছড়িয়ে পড়ে।

এর আগে গত বছর জুনে মুম্বাইয়ে ম্যাচ চলাকালীন ছক্কা মারার পর আরও এক ব্যাটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কাশ্মিরা এলাকায় একটি বক্স ক্রিকেট ম্যাচে ওই ঘটনা ঘটে। ম্যাচে এক যুবক বড় ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।