নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট। ফলে আগে ব্যাটিং করবে নোয়াখালী।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিলেট পর্ব দিয়ে গতকাল শুরু হয়েছে এবারের বিপিএল। উদ্বোধনী দিনেই মাঠে নামে সিলেট। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি টাইটন্সের। ১৯০ রান করেও রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে পরাজিত হতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

একই দিনে মাঠে নেমে চট্রগ্রামের কাছে পাত্তাই পায়নি নবাগত নোয়াখালী এক্সপ্রেস। তারাও হেরেছে বড় ব্যবধানে। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে হেরেছে ৬৫ রানে।

সিলেট ও নোয়াখালী যে দলই জিতবে, তারাই দেখা পাবে মৌসুমে তাদের প্রথম জয়ের। দুই দলের লক্ষ্যও জয় নিয়ে মাঠ ছাড়া। হারলে বাড়বে মৌসুমের প্রথম জয়ের দেখা পাওয়ার অপেক্ষা।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ

মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), হায়দার আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান, রেজাউর রহমান রাজা।

সিলেট টাইটান্স একাদশ

সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, ইথান ব্রুকস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, সালমান ইরশাদ।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।