চ্যাম্পিয়ন কোচের সঙ্গে সম্পর্কচ্ছেদ কেকেআরের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৯ জুলাই ২০২৫

২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হেড কোচের দায়িত্বে ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। তবে চ্যাম্পিয়ন কোচের সঙ্গে আর সম্পর্ক রাখছে না কেকেআর। আগামী আইপিএলে দলটির ডাগআউটে দেখা যাবে না চন্দ্রকান্তকে। তার সঙ্গে বিচ্ছেদের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছে শাহরুখ খানের দল।

গত আইপিএলে কেকেআর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। কোচ পণ্ডিতকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো কেকেআর।

কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে, দু’পক্ষ সহমতের ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএল পর্যন্তই চুক্তি ছিল পণ্ডিতের সঙ্গে। নতুন করে আর চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি।

২০২৩ সালে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ হয়ে কেকেআর ছেড়ে যাওয়ার পর পণ্ডিতকে হেড কোচের দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচের অধীনে প্রথম বছর আইপিএলের লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করে কেকেআর।

২০২৪ সালে কেকেআর মেন্টর হিসাবে নিয়ে আসে গৌতম গম্ভীরকে। সাফল্যের মুখ দেখে দল, হয় তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন। কিন্তু ২০২৫ সালে গম্ভীর ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে চলে যাওয়ার পর আবার ব্যর্থ কেকেআর। লিগ পর্বে অষ্টম স্থানে শেষ করেন আজিঙ্কা রাহানেরা।

১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় কেকেআর। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই করুণ পারফরম্যান্স পণ্ডিতের উপর আস্থা নষ্ট করে দেয়। অনেকেই মনে করছেন, গম্ভীরের ছোঁয়াতেই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে পণ্ডিতকে ছেড়ে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর কেকেআরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলো চন্দ্রকান্ত পণ্ডিতের।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।