২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মেলবোর্নে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের ওই টুর্নামেন্টের জন্য ভেন্যুগুলোর নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভেন্যুগুলো হচ্ছে অ্যাডিলেইড, ব্রিসবেন, ক্যানবেরা, জিলং, হোবার্ট, পার্থ, সিডনি ও মেলবোর্ন। ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে।

একই বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে অস্ট্রেলিয়া। নারীদের বিশ্বকাপ ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ই মার্চ। আর ছেলেদের আসরটি শুরু হবে ১৮ অক্টোবর। ১৫ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

এদিকে ২০২০ বিশ্বকাপে ১৬টি দেশ অংশ নেবে। দেশগুলো হল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।