ম্যাচ খেলে বাকিদেরও ঝুঁকিতে ফেলে দিলেন কিউই পেসার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৩ মার্চ ২০২০

সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডের আগেই শোনা যায়, অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন গলা ব্যথা নিয়ে কোয়ারেন্টাইনে। পরে অবশ্য পরীক্ষায় করোনা পজিটিভ হননি তিনি। তাই দলের সঙ্গে যোগ দেন। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাকে মাঠে নামানো হয়নি।

লুুকি ফার্গুসনের ব্যাপারটা উল্টো। কিউই পেসার সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেটি খেলেছেন। খেলার পর হয়েছেন অসুস্থ। ফলে ঝুঁকিতে এখন তার সঙ্গে খেলা দুই দলের সব ক্রিকেটারই।

আপাতত বাকিদের নয়, পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ফার্গুসনকে। কিউই এই পেসার প্রথম ওয়ানডের পর গলায় ব্যথা অনুভব করছেন। ফলে তাকে খুব দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, আদৌ ফার্গুসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না।

যদি ফার্গুসন আক্রান্ত হন, তবে তার সঙ্গে খেলা বাকি সব ক্রিকেটারকেই যেতে হবে কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে। ফলে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটিই পড়ে যাবে ঝুঁকিতে।

করোনা শঙ্কার মধ্যেই মাঠে গড়িয়েছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। তবে দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি, রুদ্ধদ্বার ম্যাচ হয়েছে। যে ম্যাচে ৭১ রানে জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।