ভাইয়ের পক্ষে ব্যাট ধরলেন কামরান আকমল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৮ এপ্রিল ২০২০

প্রথমত ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন রাখা, দ্বিতীয়ত এটিকে অপরাধ হিসেবে না মেনে নিজের পক্ষে ভুলভাল যুক্তি দেয়া- পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলকে এ কারণে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি।

অথচ একই ধরনের অপরাধে সম্প্রতি তার দুই সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ ইরফান পেয়েছিলেন ৬ মাসের নিষেধাজ্ঞা (আরও ৬ মাস স্থগিত), মোহাম্মদ নাওয়াজকে বাইরে থাকতে হয়েছিল মাত্র ২ মাস। কিন্তু নিজের গোপন রেখে যে অপরাধ করেছেন, সেটি না মানার কারণে বাড়তি শাস্তি পেতে হয়েছে উমরকে।

নিজের ছোটভাইয়ের প্রতি এত বড় শাস্তি দেখে বিস্মিত পাকিস্তানের আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। তার মতে এই শাস্তি অতি অবশ্যই অনেক কঠোরতা প্রকাশ করছে উমরের প্রতি। এর বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন কামরান।

তিনি বলেন, ‘উমরের ওপর দেয়া নিষেধাজ্ঞায় আমি বিস্মিত। তিন বছরের নিষেধাজ্ঞা অনেক বেশি কঠিন শাস্তি। সে (উমর) অবশ্যই এর বিরুদ্ধে (শাস্তি কমানোর) সম্ভাব্য সকল চেষ্টা করবে। এর আগে একই অপরাধে অনেক কম শাস্তি পেয়েছে অনেকি। কিন্তু উমরকে কঠোর শাস্তি দেয়া হলো।’

এত বেশি শাস্তির কারণ অবশ্য আগেই ব্যাখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কৌসুলি তাফাজ্জুল রিজভী। চালাকি করতে গিয়েই যে ধরা খেয়েছেন উমর, সেটিই বলেছেন তাফাজ্জুল।

তিনি বলেন, ‘নিজের দোষকে সমর্থন করার জন্য উঠে পড়ে লেগেছিল আকমল। তার জবাব ছিল বিভ্রান্তিকর। সে কখনওই নিজের দোষ মেনে নেয়নি আবার অস্বীকারও করেনি। তাকে যে প্রস্তাব দেয়া হয়েছিল, সেগুলো মেনে নিয়েছে। তবু না জানানোর অপরাধ স্বীকার না করে, বরং কেন জানায়নি সে বিষয়ে অসাঢ় যুক্তিস্থাপন করছিল। কিন্তু এর কোন সুযোগ নেই। হয় তুমি জানিয়েছ না হয় গোপন রেখেছ। মাঝামাঝি কিছু নেই।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।