এবার রঞ্জি ট্রফির দলে শচিনপুত্র

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০২১

আসন্ন রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের স্কোয়াডে জায়গা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এবারের রঞ্জিতে মুম্বাইয়ের অধিনায়কত্ব দেওয়া হয়েছে তরুণ ব্যাটার পৃথ্বি শ'কে।

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বি। গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এবারই প্রথম অধিনায়কত্ব করতে চলেছেন ২২ বছর বয়সী এ তারকা।

গত বছর সৈয়দ মুশতাক আলি ট্রফি দিয়ে মুম্বাইয়ের দলে ঢুকেছিলেন শচিনপুত্র অর্জুন। সেই আসরে দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩৪ রানে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট, ব্যাটিংয়ে করেন ৩ রান।

চলতি বছর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস কিনে নিয়েছিল অর্জুনকে। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু পুরো আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

৪১ বারের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন মুম্বাই এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জানুয়ারি, প্রতিপক্ষ মহারাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে ২০ জানুয়ারি তারা লড়বে দিল্লির বিপক্ষে।

মুম্বাইয়ের রঞ্জি ট্রফি স্কোয়াড
পৃথ্বি শ (পধিনায়ক), যশবি জাসওয়াল, আকরষিত গোমেল, আরমান জাফর, সরফরাজ খান, শচিন যাদব, আদিত্য তারে (উইকেটরক্ষক), হার্দিক তামোর (উইকেটরক্ষক), শিবাম দুবে, আমান খান, শামস মুলানি, তানুশ কোতিয়ান, প্রশান্ত সোলাঙ্কি, শশাঙ্ক আতার্দে, ধাওয়াল কুলকার্নি, মোহিত আভাস্থি, প্রিন্স বাদিয়ানি, সিদ্ধান্ত রাউত, রয়স্তন ডিয়াজ ও অর্জুন টেন্ডুলকার।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।