মোসাদ্দেকের দায়িত্ব ও কর্তব্য ঠিক করে দিয়েছেন সাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২১ আগস্ট ২০২২

টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে এবার আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস সাকিব আল হাসান। মনোযোগ, মনসংযোগ বেড়েছে বহুগুনে। আজ সহযোগি মোসাদ্দেক হোসেন সৈকতের কাছ থেকে জানা গেল, এরই মধ্যে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে আলাদা কথা বলছেন সাকিব। কার কী দায়িত্ব, ভূমিকা তাও বাতলে দিচ্ছেন। কার কাছে অধিনায়ক সাকিব কি চান, সেটাও জানিয়ে দিয়েছেন।

এই যেমন আজ শেরে বাংলায় হওয়া ম্যাচ আবহে প্রস্তুতি ম্যাচে শেষ ৪ ওভারের করণীয় ঠিক করে দিয়েছিলেন অধিনায়ক সাকিব। দিন শেষে উপস্থিত সাংবাদিকদের তা জানিয়েছেন মোসাদ্দেক নিজেই। বলেছিলেন, আমি শেষ ৪ ওভারে ৪টি ছক্কা চাই।

পরিসংখ্যান জানান দিচ্ছে, অধিনায়কের চাওয়া ৪ ছক্কার বদলে তার দল শেষ ৪ ওভারে পেয়েছে ৫ ছক্কা। সে সময়ের বর্ননা দিয়ে মোসাদ্দেক জানান, আমি আর সাকিব ভাই যখন ব্যাটিং করছিলাম তখন সাকিব ভাই বলেছিলেন, শেষ চার ওভারে চারটা ছয় হলেই হবে। ওই জায়গায় পাঁচটা ছয় হয়েছে এটা একটা ভালো দিক।’

মোসাদ্দেক আরও যোগ করেন, ‘সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি, তিনি সবসময়ই অনেক বেশি হেল্প করেন। এবং সে সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করেন, এখন কি হতে পারে বা কি করলে ভালো হবে।’

মোসাদ্দেক আরও জানালেন, অধিনায়ক সাকিবের সঙ্গে তার নিজের কারণীয় কাজ ও ভূমিকা নিয়ে কথা হয়েছে। অধিনায়ক তার কাছে কি চান? তা জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমারটা তো বললাম।’

অধিনায়কের কাছ থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে নিজের করনীয় স্থির করে ফেলেছেন মোসাদ্দেক। ময়মনসিংহের এ অলরাউন্ডারের শেষ কথা, ‘শেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে যে জায়গাতে সুযোগ পেয়েছি, ওই জায়গায় আমি ভালো করার চেষ্টা করেছি। শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো গেছে। সে জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী এশিয়া কাপে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।