বিশ্বকাপের সেরা একাদশে ইংল্যান্ডের চার, ভারত-পাকিস্তানের ২জন করে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৪ নভেম্বর ২০২২

জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এখন চলবে বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ। কে কেমন করলো, কার পারফরম্যান্স কেমন হলো- এসব নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিও বিশ্লেষণ করেছে। যেখান থেকে বের করে আনা হয়েছে সেরা পারফরমারদের একাদশ।

বিশ্বকাপে অংশ নিয়েছে মোট ১৬টি দেশ। ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হলো। বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড। এর মধ্যে খণ্ড খণ্ড অনেক পারফরম্যান্স নজর কেড়েছে সবার। সেখান থেকেই মূলত সেরা একাদশ বাছাই করেছে আইসিসি।

যেখানে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন ক্রিকেটার। এছাড়া রানারআপ পাকিস্তান এবং সেমি থেকে বিদায় নেয়া ভারতের ২জন করে ক্রিকেটার সুযোগ পেলেন আইসিসির সেরো একাদশে। জিম্বাবুয়ের সিকান্দার রাজাও ঠাঁই পেলেন এই স্কোয়াডে।

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, দক্ষিণ আফ্রিকার অ্যানরিক নরকিয়াও তাদের পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের সেরা স্কোয়াডে।

ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলসের সঙ্গে সেরা একাদশে ইংল্যান্ডের জায়গা পেয়েছেন দুই পেসার স্যাম কারান এবং মার্ক উড। পাকিস্তানের যে দু’জন হলেন শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদি। ভারতের দু’জন হলেন বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদব।

বিশ্বকাপের সেরা একাদশ

অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, অ্যানরিক নরকিয়া, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি।
১২তম : হার্দিক পান্ডিয়া।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।