মিরাজ নন, সাকিবই বরিশালের অধিনায়ক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

সবাই জানতো ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান; কিন্তু এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতে নামলেন মেহেদী হাসান মিরাজ।

সাকিব আল হাসানন দলে থাাকার পরও কেন মিরাজ টস করতে নামলেন, তা নিয়ে রাজ্যের বিস্ময়। তাহলে কি বরিশাল অধিনায়ক পরিবর্তন করেছে? খুুলনা টাইগার্স যেমন তামিম ইকবালের পরিবর্তে ইয়াসির আলী রাব্বিকে অধিনায়ক নিয়োগ করেছে।

সিলেটের বিপক্ষে ওই ম্যাচে বিস্ময়কর ছিল যেমন বরিশালের হয়ে টস করতে নামলেন মিরাজ, তেমনি সিলেটের হয়ে টস করতে নেমেছিলেন মাশরাফির পরিবর্তে মুশফিকুর রহিম। যদিও সেদিন টস করার সময় মাশরাফি উপস্থিত ছিলেন না কিংবা অন্য কোনো কারণে তিনি ব্যস্ত থাকায় টস করতে নামতে পারেননি।

কিন্তু সাকিব আল হাসানের কোনো ব্যস্ততা ছাড়াও, তিনি দলে থাকার পরও টস করতে নামেননি। যে কারণে সবাই ধরেই নিয়েছে বরিশালের অধিনায়ক তাহলে মেহেদী হাসান মিরাজই।

তবে আজ জানা গেলো নতুন তথ্য। আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। এই ম্যাচের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরিশালের অফিসিয়াল অধিনায়ক সাকিব আল হাসানই। মিরাজ নন। আজ রংপুরের নুরুল হাসান সোহানের সঙ্গে টস করতে নামবেন সাকিব আল হাসানই।

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।