টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৬ মার্চ ২০২৩

দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলে অধিনায়ক ছিলেন টেম্বা বাভুমা। যদিও টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল ভীষণ। গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই গ্রুপপর্ব থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।

অবশেষে গত মাসে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়েন বাভুমা। এবার তার স্থলাভিষিক্ত হলেন এইডেন মার্করাম। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আজ (সোমবার) নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেছে।

একইসঙ্গে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেপি ডুমিনিকে, সাদা বলের ক্রিকেটে বোলিং কোচ হয়েছেন ররি ল্যাঙ্গাভেল্ট। ডুমিনি স্থায়ী ব্যাটিং কোচ হিসেবেই নিয়োগ পেয়েছেন। অন্যদিকে ল্যাঙ্গাভেল্টকে আপাতত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের কোচ রব ওয়াল্টার আর সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির মধ্যে আলোচনা ফলপ্রসু হয়নি। ডু প্লেসিসকে টি-টোয়েন্টি দলে রাখেননি ওয়াল্টার। ফলে ৩৮ বছর বয়সী এই ব্যাটারের ভবিষ্যৎ পড়ে গেলো শঙ্কায়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, রাইলি রুশো, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, এনরিচ ক্লাসেন, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, ওয়েন পারনেল, সিসান্দা মাগালা, লুঙ্গি এনগিদি, এনরিচ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, বিজর্ন ফরটুইন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।