রনি তালুকদারকেও কেন ছাড়া হলো না?

হঠাৎ আফিফ-শরিফুলকে ঢাকা পাঠিয়ে দেওয়া নিয়ে নানা প্রশ্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২১ মার্চ ২০২৩

আজ সকাল থেকে দুপুর গড়ানোর আগে হঠাৎ একটি খবর চাউর হয়ে গেছে মিডিয়ায়; তাহলো জাতীয় দলের বাঁ-হাতি মিডল অর্ডার আফিফ হোসেন ধ্রুবকে সিলেটের টিম হোটেল থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর মানে আফিফ আপাতত জাতীয় দলের ওয়ানডে টিমের বাইরে এবং তাকে ফ্রি করে দেয়া হয়েছে, তিনি প্রিমিয়ার লিগ খেলতে পারবেন।

জাগো নিউজের সাথে আলাপে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানিয়েছেন, ‘হ্যাঁ, আফিফকে আমরা সিলেট থেকে ঢাকা পাঠিয়ে দিয়েছি। সে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে।’

নান্নু আরও একটি তথ্য জানিয়েছেন, ‘আফিফ একা নয়। বাঁ-হাতি পেসার শরিফুলকেও আমরা সিলেট থেকে ঢাকায় প্রিমিয়ার লিগ খেলানোর অনুমতি দিয়েছি। সেও ফ্রি।’

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প থেকে দু’জন খেলোয়াড়কে প্রিমিয়ার লিগ খেলার অনুমতি দিয়ে ঢাকা পাঠানো হলো কেন? এ প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক নান্নুর ব্যাখ্যা, ‘ঘরের মাঠে খেলা, দলে আছে ১৬ জন। সেখান থেকে ১৪ জনকে রেখে বাকি দুজনকে প্রিমিয়ার লিগ খেলার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এর বাইরে কিছু নয়।’

সরাসরি না বললেও প্রধান নির্বাচক আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, ‘যেহেতু আফিফ ও শরিফুল প্রথম ২ ম্যাচ খেলেননি। আর শেষ ম্যাচ খেলার সম্ভাবনাও নেই, তাই তাদের ফ্রি করে প্রিমিয়ার লিগ খেলার সুযোগ দেওয়া হয়েছে।’

তাই যদি হয়, তাহলে আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসে, বাকি ১৪ জনের মধ্যে আরও একজন কোনো ম্যাচের একাদশে জায়গা পাননি এবং ২৩ মার্চ শেষ ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা খুব কম, সেই রনি তালুকদারকে তো ফ্রি করে দেওয়া হলো না?

যেহেতু অধিনায়ক তামিম আর লিটন দাস ওপেন করছেন এবং নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন খেলছেন, তাহলে রনি তালুকদারকে খেলানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। এই ব্যাকআপ ওপেনারকেও কি ফ্রি করে দেওয়া যেত না?

প্রধান নির্বাচকের জবাব, ‘তা কি করে সম্ভব? দলে অন্তত ১৪ জন ক্রিকেটার তো রাখতে হবে। একটি ম্যাচ তো এখনো বাকি। রনিকে ছেড়ে দিলে তো স্কোয়াড ছোট হয়ে ১৩ জনের হয়ে যাবে।’

এদিকে ক্লাব পাড়ায় গুঞ্জন, ‘আফিফ হোসেন ধ্রুব আবাহনীর খেলোয়াড় বলেই তাকে বুধবার আবাহনী-মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে ফ্রি করে দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (২২ মার্চ) প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে দুই জনপ্রিয় ক্লাবের দ্বৈরথ। যেহেতু লিটন দাস, নাজমুল হোসেন শান্ত আর তাসকিন আহমেদ-তিনজন অতি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সদস্য জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত, তাই মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগে আফিফকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তাই প্রশ্ন উঠেছে, ‘রনি তালুকদার মোহামেডানের খেলোয়াড় বলেই কি প্রিমিয়ার লিগ খেলার ছাড়পত্র পেলেন না?’ অবশ্য এ প্রশ্নও পুরোপুরি ধোপে টিকবে না হয়তো। কারণ, সংশ্লিষ্ট কর্মকর্তারা হয়তো বলার সুযোগ পাবেন, ‘কেন, আবাহনীর আফিফ একা তো নন, প্রাইম ব্যাংকের পেসার শরিফুলকেও তো ফ্রি করে দেওয়া হয়েছে!’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।