তামিমের চোখে ‘পারফেক্ট’ এক সিরিজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৩ মার্চ ২০২৩

প্রতিপক্ষ আয়ারল্যান্ড যেই মানের দলই হোক না কেন, তাদের শক্তি ও সামর্থ্য যত কমই হোক না কেন, এভাবে দাপুটে খেলে জেতা অবশ্যই বড় কৃতিত্বের। এক কথায় ‘দারুণ’ এক ওয়ানডে সিরিজ শেষ করলো তামিম ইকবালের বাংলাদেশ।

একটা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে যতরকম ব্যক্তিগত ও দলগত অর্জন সম্ভব, তার প্রায় সবটাই করে দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

তিন ম্যাচের সিরিজে প্রথম ২ ম্যাচে রেকর্ড গড়া দলীয় সংগ্রহ (৩৩৯ ও ৩৪৯)। আজ বৃহস্পতিবার শেষ ম্যাচে আইরিশদের ১০১ রানে অলআউট করে ১০ উইকেট জেতার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। যা আগে কখনই ছিল না।

এতগুলো মাইলফলকের সিরিজ শেষ করে সবাই জের টানছেন, সত্যিই দারুণ এক মিশন শেষ করলো তামিমের দল। এমন একটা সিরিজ যেখানে সব জায়গায় টিক চিহ্ন দেওয়া যায়। অধিনায়ক তামিমও কি তেমনটাই মনে করেন?

বাংলাদেশ দলপতির জবাব, ‘হ্যাঁ, অবশ্যই। এটাকে পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি না পাওয়া জোর করে বের করতে হয়, তাহলে বলব দ্বিতীয় ম্যাচটা ওয়াশআউট না হলে ভালো হতো। এছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা তার সবই করেছি।’

তামিমের অনুভব, তার দল প্রথম দুই খেলায় আগে ব্যাট করে ৩৩০+ রান তুললেও উইকেট তত সহজ ছিল না। বিশেষ করে প্রতি খেলাতেই প্রথম ১৫- ২০ ওভার উইকেট একটু কঠিন ছিল।

তাই তামিমের কথা, ‘আপনারা আজও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ না। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার। কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সে চ্যালেঞ্জটা নিয়েছি। বড় রান করেছি। তো দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।