খেলা শুরু হলে কেমন হতে পারে আয়ারল্যান্ডের লক্ষ্য?

বৃষ্টির কারণে রেকর্ড গড়া হলো না। বাংলাদেশের সুযোগ ছিল টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহটি আজ ছাড়িয়ে যাওয়ার। কিন্তু ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তুললে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ নিদাহাস ট্রফিতে। সে ম্যাচে ৫ উইকেটে ২১৫ রান তুলেছিল টাইগাররা।
রেকর্ড হয়নি। সেটা যতটা না হতাশার। তার চেয়েও বেশি হতাশ হতে হবে বৃষ্টিতে খেলা আর না হলে। কেননা এই ম্যাচে বাংলাদেশ জয়ের ভিত গড়ে ফেলেছে এরই মধ্যে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি এখনও বন্ধ হয়নি। বিকেল ৫টা ৪৮ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে ৫ ওভারের ম্যাচ হবে। কমপক্ষে ৫ ওভার না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।
এখন আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য কত হতে পারে? জানা গেছে, যদি ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় আইরিশরা, তবে ডাকওয়ার্থ লুইস বা বৃষ্টি আইনে তাদের সামনে লক্ষ্য দাঁড়াবে ১২৫ রানের।
আর কমপক্ষে ৫ ওভার যদি খেলা হয়, তবে আইরিশদের করতে হবে ৬৯। অর্থাৎ ওভার যত কম হবে, আয়ারল্যান্ডের জন্য এই ম্যাচ জেতার সম্ভাবনা তত বেশি থাকবে, কঠিন হবে বাংলাদেশের জন্য।
এমএমআর/এএসএম