এবার সালাউদ্দিনকে একহাত নিলেন পাপন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

টাকার অভাবে অলিম্পিক বাছাইয়ে খেলতে যেতে পারেনি নারী ফুটবল দল। কদিন আগে এ নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দাঁড় করান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই খেলাধুলার প্রতি অন্তঃপ্রাণ। তাকে জানালে একটা ব্যবস্থা তো হতোই। বাফুফে সভাপতি সেটি করেননি। কেন করেননি? এই প্রসঙ্গ আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করে খোঁচা দেন কাজী সালাউদ্দিন। বিসিবি সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পাপনকে কটাক্ষ করে সালাউদ্দিন বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। আমি লোক দেখাতে পারব না।’

আরও পড়ুন>বাফুফের অনেক পরিচালকের একদিনের খরচই তো ২০ লাখ টাকা: পাপন

আজ শুক্রবার শেরে বাংলায় সালাউদ্দিনের সেই কথার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সাথে আলাপে পাপন বলেন, ‘দেখেন, সাধারণ জিনিস। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না, এটা নিয়ে কেন বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।’

পাপন যোগ করেন, টাকা কোথায় গেছে সেই প্রশ্ন করাতেই আসলে খেপেছেন সালাউদ্দিন। বিসিবি সভাপতির কৌশলী মন্তব্য, ‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করেছে। আপনারা এমন প্রশ্ন করতে যান কেন? এটা করলে তো উনার মাথা খারাপ হবে, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন? করলে মাথা ঠিক থাকবে?’

আরও পড়ুন>অবশেষে বিসিবির পুরস্কারের টাকা বুঝে পেলেন সাবিনারা

পাপনের ‘ব্যাকগ্রাউন্ড’ নিয়ে তোলা মন্তব্য প্রসঙ্গে বিসিবি সভাপতি একহাত নিয়েছেন সালাউদ্দিনকে। তিনি বলেন, ‘সব জায়গাতেই সবরকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার...ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে? তো? ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী, আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো।’

পাপন যোগ করেন, ‘যে যত কথাই বলুক- আমার এগুলো নিয়ে প্রশ্নই উঠে না মন খারাপ হওয়ার, চিন্তা করার। কে বলছে সেটা আসলে বড় কথা। এ ধরনের লোক বললে কিছু যায় আসে না। ’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।