ব্যাট হাতে ওপেনার মাশরাফি
ফতুল্লায় শেখ জামালের রান বন্যায় ভেসে গেল রূপগঞ্জ
সুপার লিগে হার দিয়ে শুরু করলেও নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়ে ধীরে ধীরে শিরোপা ধরে রাখার সম্ভাবনা জোরালো করলো শেখ জামাল। আজ বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অফ রূপগঞ্জকে ডিএল মেথডে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট সংগ্রহে (সমান ১৫ ম্যাচে ২৬) আবাহনীকে ধরে ফেলেছে নুরুল হাসান সোহানের দল।
ওপেনার সৈকত আলীর অনবদ্য শতরান (৮১ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কা) ও অধিনায়ক নুরুল হাসান সোহানের (৭৭ বলে ৬২), দুই অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর রহমান (৪২ বলে ৬৪*), পারভেজ রসুলের (২৫ বলে ৫১) - তিন তিনটি হাফ সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে সাড়ে তিনশো রানের বিরাট পুঁজি পায় শেখ জামাল।
জবাবে বৃষ্টির কারণে লিজেন্ডস অফ রূপগঞ্জের টার্গেট বদলে যায়। ডিএল মেথডে মাশরাফি বাহিনীর লক্ষ্য দাঁড়ায় ৪৬.১ ওভারে ৩১৫ রান। এতবড় লক্ষ্যের পিছু ধেয়ে অধিনায়ক মাশরাফি নিজেই হাত খুলে খেলতে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে পড়েন। কিন্তু কিছু করতে পারেননি। মাত্র ৩ রানেই ফিরে গেছেন।
লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে রান যা করার করেছেন মাত্র দুজন; উইকেটরক্ষক ইরফান শুকুর আর ওপেনার পারভেজ হোসেন ইমন। ১১১ বলে ১১ বাউন্ডারিতে ১০০ রানের দারুন এক ইনিংস উপহার দেন ইরফান। বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমনের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৬৩। যার মাঝে ছিল পাঁচ-পাঁচটি বিরাট ছক্কা। আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ২৫৫ রানে আটকে যায় লিজেন্ডস অফ রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল: ৩৫০/৫, ৫০ ওভার (সাইফ হাসান ১৮, সৈকত আলী ১০৮, ফজলে মাহমুদ রাব্বি ০, নুরুল হাসান সোহান ৬২, রবিউল ইসলাম রবি ৪২, জিয়াউর রহমান ৬২*, পারভেজ রসুল ৫১*; চিরাগ জানি ২/৫২, জাওয়াদ ২/৭৪, নাইম ইসলাম জুনিয়র ১/৬২)।
লিজেন্ডস অফ রূপগঞ্জ: ২৫৫/৭, ৪৬.১ ওভার (মাশরাফি ৩, পারভেজ ইমন ৬৩, সোহাগ গাজী ২৩, ইরফান শুকুর ১০০, চিরাগ জানি ১, তানভির হায়দার ১৪, জাওয়াদ ১৮, মুকতার আলী ১৭; পারভেজ রসুল ৩/৩৬; আরিফ আহমেদ ২/৫৮, সাইফ হাসান ১/৪১, সহিদুল ১/২৭)
ফল: শেখ জামাল ডিএল মেথডে ৫৯ রানে জয়ী।
এআরবি/আইএইচএস