কোহলি-রোহিতদের ছাড়া দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৬ মে ২০২৩

বাংলাদেশ সফরের মাঝে ভারতে খেলতে যাবে আফগানিস্তান। এর মধ্যে হঠাৎ গুঞ্জন, আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি বাতিল করতে পারে ভারত। ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের বিশ্রামের বিষয়টি সামনে চলে এসেছিল।

তবে সে সিদ্ধান্ত থেকে এবার সরে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিয়েছে নতুন পরিকল্পনা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল নয়, দ্বিতীয় সারির দল খেলানোর কথা ভাবছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় তারা।

রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে একদম নবীন ও অনভিজ্ঞদের নিয়ে একটি দল গড়ার পরিকল্পনা বিসিসিআইয়ের। যাতে সুযোগ মিলতে পারে আইপিএলের পারফরমারদের।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা ২০-৩০ জুন। বিসিসিআই চাইছে এই সিরিজকে হয় ছোট করতে না হয় টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ খেলাতে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া।

আইপিএলের ফাইনালে ভারতে আসছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ। এই সময়েই সিরিজ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ভারতীয় দলের এই সময়ের ক্রীড়াসূচি একেবারে ঠাঁসা। আইপিএলের পরেই তারা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এর পর ১২ জুলাই-১৩ আগস্ট ভারত সিরিজ খেলবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।এর পরেই রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাশাপাশি সেপ্টেম্বর মাসে যদি এশিয়া কাপ হয়, তবে ভারতীয় ক্রিকেটারদের ওপর বেশ বড় একটা ধকলই যাবে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।