কবে আসবেন হাথুরু, কবে শুরু হবে প্রস্তুতি?

আগেই জানিয়ে দেয়া হয়েছে, ২৯ মে‘র মধ্যে ঘোষণা করা হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল। সেটা কত জনের হবে? তা নিশ্চিত করে বলেননি নির্বাচকদের কেউ।
প্রধান নির্বাচক আভাস দিয়ে রেখেছেন, যেহেতু ঘরের মাঠে টেস্ট এবং খেলা শুরু সেই ১৪ জুন, তাই বেশি আগে চূড়ান্ত দল না দিয়ে ৪-৫ জন বেশিসহ একটা ১৭-১৮ জন বা জনা কুড়ি ক্রিকেটারকে প্রাথমিক ক্যাম্পে ডাকা হতে পারে। তারা ২৯ মে শেরে বাংলায় অনুশীলনে নেমে পড়বেন।
পাশাপাশি ২৯ মে‘র আগে ওই দল ঘোষণার কথাও জানিয়েছিলেন মিনহজুল আবেদিন নান্নু। জানিয়েছিলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর দল ঘোষণা হবে। জালাল ইউনুসের গতকাল ২৭ মে ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং বিসিবির এ অন্যতম শীর্ষ কর্মকর্তা যথা সময়ে দেশে ফিরেও এসেছেন।
তাই ধারণা করা হচ্ছে আজ-কালের মধ্যেই দল ঘোষণা করা হবে। যদি আজ (রোববার) দল ঘোষণা করা না হয়, তাহলে কাল ২৯ মে অনুশীলন শুরু করা কঠিন হবে। তাই আজই হয়ত দল ঘোষণা হয়ে যেতে পারে।
তবে সংশ্লিষ্ট সূত্রে একটি তথা জানা গেছে, নির্বাচকদের দল ঘোষণায় তড়িঘড়ি কম ভিন্ন কারণে। কারণ, ২৯ মে থেকে অনুশীলন শুরুর কথা থাকলেও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটিয়ে ঢাকা ফিরবেন ৩ জুন।
তার মানে তার পক্ষে ৪ জুনের আগে অনুশীলন কার্যক্রম পরিচালনা শুরু সম্ভব না। ওদিকে যত জনের দলই ঘোষণা করা হোক না কেন, ২৯ মে থেকে প্র্যাকটিস শুরু হলেও ৪ জুনের আগে সব ক্রিকেটার হোম অফ ক্রিকেটে আফগানদের বিপক্ষে টেস্টর প্রস্তুতি শুরু করতে পারবেন না।
কারন, একটাই , আগামী ৩০ মে মঙ্গলবার থকে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় ও শেষ ৪ দিনের ম্যাচ। সেই দলে টেস্ট স্কোয়াডের অন্তত ৫ থেকে ৬ জন ক্রিকেটার থাকবেন এবং খেলবেন।
জানা গেছে, সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, পেসার শরিফুল ইসলাম, উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী আর বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে ডাকা হচ্ছে। তার মানে তাদের মধ্যে যারা টেস্ট দলে ডাক পাবেন তারা ৪ দিনের ম্যাচ শেষ হওয়ার আগে কোনোভাবেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন না।
৩০ মে শুরু হওয়া ‘এ’ দলের ৪ দিনের ম্যাচ ৩০ মে শুরু হয়ে চলবে ২ জুন পর্যন্ত। ওই ম্যাচে ‘এ’ দলে থাকা ক্রিকেটাদের একদিন (৩ জুন) বিশ্রাম না নিয়ে জাতীয় টেস্ট দলে অনুশীলন করার প্রশ্নই আসে না। বোঝা যায় সে কারনেই হেড কোচ হাথুরুসিংহে ৩ জুন ঢাকা আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এআরবি/আইএইচএস