সিলেটে ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ড বোর্ডের পর্যবেক্ষক দল

বিশ্বকাপের আগে বাংলাদেশে আসতে পারে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতে বিশ্বকাপের আগে নিজেদের উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী কিউইরা। এমন খবর শোনা যাচ্ছিল কিছু দিন ধরেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেপ্টেম্বরে ঠিক বাংলাদেশে খেলতে আসবে নিউজিল্যান্ড।
ভাববেন না বিসিবি থেকে কিউইদের ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে কোন সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। আসল খবর হলো, বাংলাদেশে যে যে ভেনুতে খেলা হতে পারে- সেই সম্ভাব্য ভেন্যু, টিম হোটেল ও বিমানবন্দর পরিদর্শনে চারজনের এক উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের উচ্চ পর্যায়ের সেই চার সদস্যর পর্যবেক্ষক কমিটি আজ বুধবার সিলেট স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিল।
সেই পর্যবেক্ষক কমিটিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কনসালটেন্ট রেগ ডিকাসন, হেড অব সিকিউরিটি গ্রেগ ম্যান এবং টিম লজিস্টিক ম্যানেজার রিয়ান মুলার এসেছেন এবং সঙ্গে নিউজিল্যান্ড প্লেয়ার্স এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে এসেছেন ইভান জোন্স।
বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস উপস্থিত ছিলেন।
এআরবি/আইএইচএস