বিকেএসপিতে মোহামেডানের কাশ্মীরি কন্যা জাসিয়ার ছক্কা বৃষ্টি

প্রথম খেলায় কিছুই করতে পারেননি। ফিরে গিয়েছিলেন ৪ রানে। কিন্তু দ্বিতীয় খেলায় গুলশান ইয়্যুুথের বিপক্ষেই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন জাসিয়া আকতার।
আজ বৃহস্পতিবার বিকেএসপি ১ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ব্যাট-বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছেন মোহামেডানের ভারতীয় রিক্রুট।
ঝোড়ো সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বল হাতে স্লো মিডিয়াম বোলিংয়ে ১৫ রানে ২ উইকেট শিকার করেন জাসিয়া। সিটি ক্লাবের বিপক্ষে মোহামেডানের ১৭০ রানের বিরাট জয়ের রূপকার ভারতের জম্মু কাশ্মীরের ২৬ বছর বয়সী অলরাউন্ডার।
জেসিয়ার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১৪২ রানের এক বিশাল ইনিংস। ১০৪ বলে করা এ ইনিংসের ১০৮ রানই (৮ ছক্কা থেকে ৪৮ আর ১৫ বাউন্ডারিতে ৬০) এসেছে বাউন্ডারি ও ছক্কা থেকে।
ব্যাট হতে বাকিদের বেশিরভাগেরই তেমন কোন অবদান নেই। অলরাউন্ডার রুমানা আহমেদ ৫৬ আর অভিজ্ঞ সালমা খাতুন অপরাজিত ৩১ রান করে জাসিয়া আকতারকে সহায়তা করেছেন শুধু। তাদের যৌথ প্রচেষ্টায় মোহামেডান পায় ২৯১ রানের বিশাল স্কোর।
এরপর বল হাতে জাসিয়া (২/১৬) আর রুমানা (৩/১৩) আর সালমা (২/১৩) জ্বলে উঠলে মাত্র ১২১ রানে অলআউট হয় সিটি ক্লাব। মোহামেডান পায় ১৭০ রানের বিরাট জয়।
মোহামেডানের জয়রথ সচল (টানা তিন খেলায় জয়) থাকার পাশাপাশি জিতেই চলছে রুপালী ব্যাংকও। আরেক শক্তিশালী ও শিরোপা প্রত্যাশী আবাহনী কাল খেলাঘরের কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৮ রানে হারলেও তৃতীয় জয় পেয়েছে আরেক বড় দল রুপালী ব্যাংক।
এদিন বিকেএসপি ৩ নম্বর মাঠে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটে হারিয়েছে রুপালী ব্যাংক। মুক্তা রাবীন্দ্রার বিধ্বংসী বোলিংয়ের (১০ ওভারে ৭ রানে ৪ উইকেট) মুখে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৪ করতে পারে কেরানীগঞ্জ একাডেমি। সাথী বর্মন মাত্র ২৬ বলে ১৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৬ রানের হার না মানা ইনিংস খেললে ৮.১ ওভারেই জয় তুলে নেয় রুপালী ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৫০ ওভারে ২৯১/৮ (জাসিয়া আকতার ১৪২, শারমিন সুপ্তা ৭, আয়শা রহমান ০, রুমানা আহমেদ ৫৬, ফালগুনি বন্যা ১৩, সোবহানা মোস্তারি ০, সানজিদা ইসলাম ৮, সালমা খাতুন ৩১ অপরাজিত, ফারজানা আকতার ১৪, কোহিনুর ২/৩৭, জান্নাতুল ফেরদৌসী ২/৫৬, জান্নাতুল ফেরদৌস ২/৫৩)
সিটি ক্লাব: ৪০.৫ ওভারে ১২১/১০ (ফাতেমাতুজ জোহরা ২৮, সাবিকুন নাহার ১১, শিবানী রানী ১২, জান্নাতুল ফেরদৌস ৪২, অতিরিক্ত ১২, জাসিয়া আকতার ২/১৬, সালমা খাতুন ২/১৫, রুমানা আহমেদ ৩/১৩)
ফল: মোহামেডান ১৭০ রানে জয়ী।
কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি: ৫০ ওভারে ৯৪/৮ (এস কে শোভা ৪৫ , রচনা তৃপ্তি ১০, অতিরিক্ত ১৩, মুক্তা রাবীন্দ্রা ৪/৭, রিতু মনি ২/২৫, হাবিবা ইসলাম পাখী ১/১০ ও নাহিদা আকতার ১/১০)
রুপালী ব্যাংক: ৮.১ ওভারে ৯৮/০ (সাথী রানী বর্মন ৬৬ অপরাজিত, ফারজানা হক ২৭ অপরাজিত)
ফল: রুপালী ব্যাংক ১০ উইকেটে জয়ী।
এআরবি/এমএমআর/জেআইএম