আফগানিস্তান টেস্টের জন্য দল ঘোষণা, দুই নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৪ জুন ২০২৩
ফাইল ছবি

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ দুইজন। তারা হলেন-মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট থাকায় এই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

২১ বছর বয়সী শাহাদাত ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সম্প্রতি দুটি চারদিনের ম্যাচ খেলেছেন। প্রথমটিতে দল হারলেও দুই ইনিংসেই লড়াকু হাফসেঞ্চুরি (৭৩ ও ৫০) হাঁকিয়ে নজর কাড়েন।

পরেরটিতে প্রথম ইনিংসে ৩ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২০ রানে অপরাজিত থাকেন। ওই টেস্টে ড্র করে বাংলাদেশ 'এ' দল।

২০টি প্রথম শ্রেণির ম্যাচে এরই মধ্যে দুটি সেঞ্চুরি পেয়েছেন শাহাদাত। ১০টি হাফসেঞ্চুরিসহ ৩৬.১৪ গড়ে করেছেন ১২৬৫ রান।

অন্যদিকে ২০ বছর বয়সী ডানহাতি পেসার মুশফিক হাসান নির্বাচকদের রাডারে অনেকদিন ধরেই। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯ উইকেট পেয়েছেন। ক্যারিবীয় 'এ' দলের বিপক্ষে সবশেষ দুই টেস্টে নিয়েছেন ৫টি উইকেট।

আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।