বাংলাদেশের পেস ইউনিটকে প্রেরণা মানেন রাবাদা-ভক্ত মুশফিক

জাতীয় দল ঘোষণার আগে থেকেই ব্যক্তিগত ও বিচ্ছিন্নভাবে চলছে অনুশীলন। তবে পুরোদস্তুর টেস্ট দলের অনুশীলন শুরু হলো আজ (বৃহস্পতিবার) থেকে। সে অর্থে টেস্ট দলে ডাক পাওয়া মুশফিকের আজ প্রথম অনুশীলন।
প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেই শেরে বাংলার মিডিয়া সেন্টারে প্রচার মাধ্যমের সামনে আসলেন এ ২০ বছরের তরুণ পেসার। জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিকের প্রথম কথা, ‘শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি কল পেয়েছি।’
তার অনুভব ও উপলব্ধি, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো বোলিং করার কারণেই টেস্ট দলে ডাক পেয়েছেন। তার ভাষায়, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলেছি। এজন্য হয়তো আমাকে কল করেছে।’
অনেকের তুলনায় তার বলের গতি বেশি। তিনি জোরে বল করতে পারেন। গতিই কি প্রধান অস্ত্র? মুশফিকের জবাব, ‘আমি প্রথমে লাইন-লেন্থ আর অ্যাকিউরেসি এইগুলো অ্যাডজাস্ট করি। তারপর জোর। এখান থেকে মনে হয় ভালো ফিল করি।’
প্রথম দিন নেটে ফাস্টবোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে তার। মুশফিক বলেন, ‘আলহামদুল্লিলাহ, অনেক ভালো লাগছে। এখানে আজকে ক্যাম্পে জয়েন করলাম। মানে কোনো কিছু মনে হচ্ছে না। অ্যালান ডোনাল্ডের সঙ্গে আগে কাজ করছিলাম। আমাকে ওয়েলকাম করেছে। বলেছে-গুড।’
মুশফিকের প্রেরণা বাংলাদেশের পেস বোলিং ইউনিট। তবে বোলার হিসেবে তিনি অনুসরণ করেন দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদাকে। মুশফিক বলেন, ‘বাংলাদেশের পেস বোলিং ইউনিট থেকে আমি প্রেরণা পাই। আর অনুসরণ করি রাবাদাকে। টেস্ট ক্রিকেট খেলতে আমি উপভোগ করি। ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করার।’
এআরবি/এমএমআর/জেআইএম