চলে এসেছে আফগানিস্তান দলের দ্বিতীয় বহরও

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১০ পিএম, ১০ জুন ২০২৩

আফগানিস্তান ক্রিকেট দল দুই ভাগে বাংলাদেশে পা রাখবে, জানা গিয়েছিল আগেই। প্রথম বহর ঢাকায় পা রাখে সকালে। এরপর দুপুরের দিকে চলে এসেছে দ্বিতীয় বহরটিও।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, আফগানিস্তানের ১০ সদস্যের প্রথম বহর আজ (শনিবার) সকাল ৯টায় এমিরাটসের ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

দ্বিতীয় বহর ঢাকায় পৌঁছেছে বেলা পৌনে বারোটার দিকে। শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে এসেছেন সফরকারী দলের পরের অংশের ক্রিকেটাররা।

ঢাকা পৌঁছে সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলে গেছে আফগানরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল।

মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন। ঈদুল আজহার পর রয়েছে সীমিত ওভারের সিরিজ।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।