দুই বছরের জন্য রংপুর রাইডার্সে সাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৪ জুলাই ২০২৩

আগামী বছর জানুয়ারী মাসেই জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ। ধারণা করা হচ্ছে এবং বিসিবি থেকে বলা হচ্ছে- সংসদ নির্বাচনের পরপরই বিপিএলের পরবর্তী আসর। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে বিপিএল শুরুর বাকি আরও ৬ মাস। প্লেয়ার্স ড্রাফট হবে আর মাত্র দুই মাস পরে। অথচ এরই মধ্যে ক্রিকেট পাড়ায় চাওর হয়ে গেছে, ফরচুন বরিশাল ছেড়ে আগামী বিপিএলে রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান।

জাগো নিউজের পাঠকরাও জেনে গেছেন, সাকিব এবার রংপুরে যোগ দিচ্ছেন। সেটা গুঞ্জন নয় সত্য। বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক নিশ্চিত করেছেন, সাকিব এবার বিপিএলে দল পাল্টে বরিশালের পরিবর্তে রংপুরে নাম লিখাতে যাচ্ছেন।

মল্লিক এর দেয়া তথ্য অনুযায়ী, সাকিব আগামী ২ বছরের জন্য রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার রংপুরে যোগ দেয়া পুরোপুরি নিশ্চিত।

প্রসঙ্গতঃ প্লেয়ার্স ড্রাফট ছাড়া প্রতি দল ৩ জন করে স্থানীয় ক্রিকেটার রেখে দিতে পারবে। এছাড়া প্রতি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন করে স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সেই কোটাতেই সাকিব রংপুর রাইডার্সে যোগ দিলেন।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।