৫০০তম ম্যাচে সেঞ্চুরির পথে কোহলি, শক্ত অবস্থানে ভারত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ২১ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন ৪৯৯টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে খেলতে নামলেন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। ক্যারিয়ারের মাইলফলকের এই ম্যাচটাকে সেঞ্চুরি দিয়ে রাঙাতে যাচ্ছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে শক্তিশালী অবস্থানে রয়েছে সফরকারী ভারতও। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছে রোহিত শর্মার দল। ৮৭ রান নিয়ে ব্যাট করছেন বিরাট কোহলি। ৫০০তম ম্যাচে সেঞ্চুরি থেকে আর মাত্র ১৩ রান দুরে রয়েছেন তিনি।

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভারতীয়দের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো দ্বিতীয় টেস্টের প্রথম দিনই অনেক পিছিয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের আগেই হাফ সেঞ্চুরি করে ফেলেন রোহিত শর্মা এবং জসস্বি জসওয়াল। মনে হচ্ছিল দুই ওপেনারই সেঞ্চুরি করে বসবেন।

কিন্তু লাঞ্চ বিরতির পরে খেলায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। পরপর চার উইকেট পড়লো ভারতের। কিছুটা চাপে পড়ে গিয়েছিলো তারা। সেখান থেকে আবার খেলার রাশ নিজেদের হাতে নিল ভারত। বিরাট কোহলি ও রবিন্দ্র জাদেজা দলের ইনিংস সামলালেন। ৮৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন বিরাট। তার সঙ্গে ৩৬ রানে অপরাজিত রয়েছেন রবিন্দ্র জাদেজা।

পোর্ট অব স্পেনের শুকনো উইকেটে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ক্যারিবীয়দের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত ও জসস্বি যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় টেস্টে সেখান থেকেই শুরু করেন তারা। দু’জন মিলে গড়ে তোলেন ১৩৯ রানের অনবদ্য জুটি।

দ্বিতীয় সেশনের শুরুতেই জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান জসস্বি। ৭৪ বলে ৫৭ রান করেন তিনি। রোহিত শর্মা ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনিও আউট হয়ে যান ৮০ রান করে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে আরও ব্যর্থ শুভমান গিল। রোচের বলে খোঁচা মেরে ১০ রানে আউট হয়ে যান তিনি। চা বিরতির ঠিক আগে ৮ রান করে আউট হন আজিঙ্কা রাহানে। মাত্র ৪২ রানে চার উইকেট হারিয়ে বসে ভারত।

এরপর দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গিয়ে পড়ে বিরাটের কাঁধে। শুরুতে সময় নেন বিরাট। তার প্রথম রান আসে ২২তম বলে। কোনও তাড়াহুড়া করছিলেন না। বল দেখে খেলছিলেন। তাকে সঙ্গ দেন জাদেজা। দুই ব্যাটার জুটি গড়ার চেষ্টা করেন। তৃতীয় সেশনে আবার খানিকটা এলোমেলো বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজের বোলারেরা। তা কাজে লাগান বিরাট ও জাদেজা। শেষ পর্যন্ত দু’জন ১০৬ রানের জুটি গড়ে রয়েছেন অবিচ্ছিন্ন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।