চলে এলো বিশ্বকাপের থিম সং

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে এ আসর শুরু হতে বাকি আর মাত্র দুই সপ্তাহের মতো। ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অবশেষে প্রকাশ্যে চলে এলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সংও। শিরোনাম-‘দিল জশন বোলে’।

ভারতীয় মিউজিক কম্পোজার প্রীতমের সুরে তৈরি হয়েছে এই গান। অ্যান্থেমের ভিডিওতে দেখা গেছে রণভির সিংয়ের মতো বলিউড তারকাকে। বিশেষ এই গানে গলা মিলিয়েছেন এক ঝাঁক ভারতীয় গায়ক-গায়িকা। বুধবার এই থিম সং প্রকাশ করেছে আইসিসি।

আইসিসির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন এই গান। প্রীতমের পাশাপাশি গানটি কম্পোজের দায়িত্ব পালন করেছেন র্যাপার চরণও। ভারতীয় সংগীতের সুরের পাশাপাশি গানটিতে রয়েছে পশ্চিমি দুনিয়ার র্যাপের ছোঁয়া। তাদের সুরে গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, অমিত মিশ্র, জোনিতা গান্ধীর মতো গায়করা। গানটির দুই কম্পোজার প্রীতম ও চরণও গানে কণ্ঠ দিয়েছেন। মোট সাত জন মিলে গেয়েছেন বিশ্বকাপের অফিশিয়াল থিম সং।

এই গানের ভিডিওতে পারফর্ম করতে পেরে উচ্ছ্বসিত বলিউড তারকা রণভির সিং। তিনি বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের অ্যান্থেমের একটি অংশ হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমরা সকলেই এই খেলা খুব ভালোবাসি।’

বিশ্বকাপের থিম সং তৈরি করতে পেরে গর্বিত বাঙালি সংগীত পরিচালক প্রীতমও। ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য মিউজিক স্ট্রিমিং অ্যাপেও শোনা যাবে এই গান।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।