বিশ্বকাপেও অনিশ্চিত টিম সাউদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য বিশ্বকাপের দলে থাকা ৫ ক্রিকেটারকে বাংলাদেশে পাঠিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ফার্গুসন ছাড়াও বাংলাদেশে আসা অন্য ৪ জন হলেন- ট্রেন্ট বোল্ট, রাচিন রবিন্দ্রা, ইশ সোধি ও উইল ইয়াং।

চোটের কারণে সিরিজের বাইরে রয়েছেন কিউই পেসার টিম সাউদি। বৃহস্পতিবার তার ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তো নেইই, বিশ্বকাপেও তাই অনিশ্চিত টিম সাউদি।

যদিও কিউই টিম ম্যানেজমেন্ট আশা করছে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন দলের অন্যতম সেরা এই পেস অস্ত্র।

গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট লাগে টিম সাউদির। লর্ডসে জো রুটের দেওয়া ক্যাচ স্লিপ থেকে মুষ্ঠিবদ্ধ করতে গিয়ে আঙুলে শক্ত আঘাত পান এই পেসার।

বিশ্বকাপের দলে সাউদিকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।