দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে সহজেই হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

শুক্রবার রাতে মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড ও শুভমান গিলের ১৪২ রানের ঝোড়ো জুটিতে সহজ জয়ের পথ গড়ে ফেলে ভারত। এরপর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের অর্ধশতকের সুবাদে ৮ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ভারতের লক্ষ্য ছিল ২৭৭ রানের। রান তাড়ায় দুর্দান্ত রুতুরাজ-গিল ২১.৩ ওভারেই তুলে ফেলেন ১৪২ রান। জুটিতে রুতুরাজের অবদান ৭৭ বলে ৭১ আর শুভমান ৬৯ রান। ইনিংসের ২২তম ওভারে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুতুরাজকে (৭৭ বলে ৭১ রান)।

২৬তম ওভারে জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন গিলও (৬৩ বলে ৭৪)। ৪৯ বলে অর্ধশতক (৫০) পূর্ণ করে অ্যাবটের বলে মিশেল মার্শের হাতে ক্যাচ তুলে আউট হন সূর্যকুমার যাদব। তবে লোকেশ রাহুল ৬৩ বলে অপরাজিত ৫৮ রান নিয়ে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল অসিরা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার মিশেল মার্শকে (৪ বলে ৪) ফেরান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি।

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ১০৬ বল থেকে ৯৪ রানের জুটিতে স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটার। ডেভিড ওয়ার্নারের একমাত্র অর্ধশতকের উপর ভর করে ১০ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

৬টি চার আর ২টি ছয়ের মারে হাফসেঞ্চুরি তু্লে নেন ডেভিড ওয়ার্নার। তবে তিনি ইনিংসটি বড় করতে পারেননি। জাদেজার বলে শুভমান গিলের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন (৫৩ বলে ৫২) তিনি।

৬০ বল থেকে ব্যক্তিগত ৪১ রানের ইনিংস খেলে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকার হন স্মিথ। দলের হয়ে ৪৫ বল থেকে ৪৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইঙ্গলিস। বুমরাহের বলে শ্রেয়াস আয়ারের হাতে ক্যাচ দিয়ে অর্ধশতকের স্বাদ থেকে বঞ্চিত হন তিনি।

এরপর মার্নাস লাবুশেনের ৩৯ ও ক্যামেরন গ্রিনের ৩২ রানের সুবাদে ২৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্যাট কামিন্সের দল।

ভারতের হয়ে ৫১ রানে একাই ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। একটি করে উইকেট পান বুমরাহ, অশ্বিন ও জাদেজা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।