ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটের শীর্ষে ভারত
শুক্রবার রাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত। তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।
এতে করে এখন তিন ফরম্যাটেই এক নম্বর দল হয়ে গেছে ভারত। তারা আগেই শীর্ষে ছিল টেস্ট আর টি-টোয়েন্টিতে। পুরুষদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে একই সময়ে তিন ফরম্যাটেই শীর্ষস্থান নিশ্চিত করলো ভারত।
ভারতের আগে এই রেকর্ড ছিল কেবল দক্ষিণ আফ্রিকার।২০১২ সালের আগস্টে তিন ফরম্যাটে এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। দুইয়ে নেমে যাওয়া পাকিস্তানের থেকে এক রেটিং পয়েন্ট এগিয়ে তারা।
তবে ভারত আবার শীর্ষস্থান হারাতে পারে যদি অস্ট্রেলিয়া পরের দুই ওয়ানডেতে জয় পায়। তিন নম্বরে থাকা অসিদের রেটিং পয়েন্ট ১১১।
এমএমআর/এএসএম