সরে গেলেন তাসকিন, ফের দলে খালেদ সঙ্গে আফিফ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

খালেদ আহমেদের অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ওই ম্যাচে বল হাতে বেশ ভালোও করেন এই পেসার।

তবে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ফেরানো হয়।

নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে করা হয় অধিনায়ক। তার সঙ্গে প্রথম দুই ম্যাচে দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকেও তৃতীয় ম্যাচের দলে যুক্ত করা হয়।

তবে তাসকিন আহমেদ সরে গেছেন। সম্ভবত তার চোট সমস্যা আছে কিছুটা। তাই তৃতীয় ওয়ানডের দলে আবারও যুক্ত করা হয়েছে খালেদ আহমেদকে। সঙ্গে ঢুকেছেন আফিফ হোসেন ধ্রুবও।

শেষ ম্যাচে নেই তামিম ইকবাল, লিটন দাস, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।