তামিমকে নিয়ে মাশরাফি- ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা হলো নানা নাটকীয়তার পর। তামিম ইকবাল থাকবেন কী থাকবেন না, তার ইনজুরির অবস্থা খুব বেশি ভালো নাকি খুব বেশি খারাপ- এসব নিয়েই আলোচনায় মুখর ছিল মঙ্গলবার সারাদিন বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। একই সঙ্গে গুঞ্জন উঠেছিলো, অর্ধেক ফিট তামিমকে রাখা হলে অধিনায়কত্বেই করবেন না সাকিব।

এসব গুঞ্জনের পর যখন নাটকীয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখনই দৃশ্যপটে আগমন ঘটে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মঙ্গলবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে মাশরাফি বিসিবিতে আসেন জটিলতার অবসান ঘটাতে। তিনি বিসিবি কর্মকর্তা, কোচ হাথুরু এবং অধিনায়ক সাকিবের সঙ্গে বৈঠকে কী কী আলাপ করেছেন, জটিলতা নিরসনে কী ভূমিকা রেখেছেন, তা হয়তো জানা যাবে না।

তবে, দিন শেষে বিশ্বকাপের যে দলটি দেয়া হয়েছে, সেখানে ছিল না তামিম ইকবালের নাম। সবাই ধরে নিয়েছে, তামিম ইকবালকে বাদ দেয়া হয়েছে তার ইনজুরির কারণে। কিন্তু বিষয়টা মানতে একেবারেই নারাজ মাশরাফি বিন মর্তুজা। তিনি জানিয়েছেন, তামিমকে বাদ দেয়া হয়নি, তামিম নিজেই থাকতে চাননি। এ কারণে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি।

বিশ্বকাপের দল ঘোষণার পর যখন তুমুল আলোচনা হচ্ছিলো, তামিমকে বাদ দেয়া হয়েছে, তখন মাশরাফি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা একটি স্ট্যাটাসে লেখেন এসব কথা।

মাশরাফি লিখেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে-- তামিমকে বাদ দিয়েছে,আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যাবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’

কেন থাকতে চাননি তামিম? সে উত্তর অবশ্য দিতে পারেননি মাশরাফি। তিনি লিখেছেন, ‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইলো না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।