টসের পর বাতিল ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না ভারতের। কদিন আগে এশিয়া কাপে বেশ কয়েকবার বৃষ্টির কবলে পড়েছিলেন রোহিতরা। এবার বৃষ্টির কারণে বাতিল হয়ে গেলো ভারত ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।

পূর্বাভাস আগে থেকেই ছিল। আর সেটা সত্যি করেই ভেস্তে গেল গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি।

তবে টস নির্বিঘ্নেই হয়েছিল। ভারত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তখনও আন্দাজ করা যায়নি যে, খেলাটা শেষ পর্যন্ত শুরুই হবে না।

টসের পরেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে সেই বৃষ্টি কমলেও, একেবারে কমে যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার পর ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়।

৩ অক্টোবর ভারতের পরের প্রস্তুতি ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচ হবে তিরুবনন্তপুরমে, যেখানে শুক্রবার দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। কে জানে, ভারতকে এবার প্রস্তুতি ম্যাচ ছাড়াই মূল মঞ্চে নেমে পড়তে হয় কিনা!

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।