সাকিবকে ছাড়া ধর্মশালায় পৌঁছালো দল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যার শেষটি ছিল সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। টাইগারদের প্রথম ম্যাচ হবে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

৭ অক্টোবর সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের মূল মিশন শুরু হবে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে গুয়াহাটি থেকে ধর্মশালায় পৌঁছেছে টিম বাংলাদেশ।

তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল আহমেদাবাদে ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ছুটে গেছেন আহমেদাবাদে।

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ওই অনুষ্ঠান শেষ করে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।