বিশ্বকাপ শুরুর একদিন আগে র‌্যাংকিংয়ের শীর্ষে দুই পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করবেন কোন বোলার, তা নিয়ে তুমুল লড়াই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউডের। বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে একই সঙ্গে শীর্ষে রয়েছেন এই দুই পেসার।

ভগ্নাংশের বিচারে এক নম্বর স্থানটি ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। তার চেয়ে একটুও পিছিয়ে নেই জস হ্যাজলউড। র‌্যাংকিংয়ে সেরা বোলারের তালিকায় শীর্ষে থাকা সিরাজের বর্তমান রেটিং ৬৬৯ পয়েন্ট। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসারও। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, সিরাজ শীর্ষে থাকলেও হ্যাজলউডও কোন অংশে কম নয়।

বিশ্বকাপের আগে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ থেকে ১১ রেটিং পয়েন্ট হারান সিরাজ। অপরদিকে ওই ম্যাচে অস্ট্রেলিয়া জয় নিয়ে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছিলো। সেদিন হ্যাজলউড ৮ ওভার বল করে ৪২ রান খরচায় ২টি উইকেট পান। যে কারণে ৬৬৯ পয়েন্টে স্থির থাকেন এই অসি পেসার। অন্যদিকে ওই ম্যাচে পয়েন্ট হারানোর পর সিরাজের নেমে আসেন ৬৬৯ পয়েন্টে। এতেই র‌্যাংকিং টেবিলে হ্যাজলউডের সঙ্গে একই সমান্তরালে অবস্থান করছেন দু’জন।

এবারের বিশ্বকাপে এককভাবে সেরা ব্যাটার ও সেরা অলরাউন্ডার পেলেও সেরা বোলার পাচ্ছে না ক্রিকেটপ্রেমীরা। ৮৫৭ পয়েন্ট নিয়ে সেরা ব্যাটার হিসেবে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের বাবর আজম। বরাবরই সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ মাতাবেন সাকিব আল হাসান।

সেরা হওয়ার দ্বন্দ্বে সিরাজ ও হ্যাজলউডের আরেকটি মাঠের লড়াই দেখা যাবে আগামী ৮ অক্টোবর। ওদিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। সেদিনই হয়তো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দুই পেসার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।