ডোনাল্ডের বিদায় নিয়ে দু’রকম ভাষ্য!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১০ নভেম্বর ২০২৩

বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র আগেই জানিয়েছে যে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর সহকারী কোচ নিক পোথাস ছাড়া বাকি ৬ কোচের (অ্যালান ডোনাল্ড , রঙ্গনা হেরাথ, নিক লি, শন ম্যাকডরমট, শ্রীরাম ও শ্রীনিবাসন) চুক্তির মেয়াদ শেষ হবে এই ৩০ নভেম্বর।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও তারপর পরই যে সফর, তার জন্য সব কোচকেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করে যাওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু ৩১ ডিসেম্বর বহুদূরে, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সম্ভবত ৩০ নভেম্বরের চুক্তি শেষ হওয়ারও আগে বিসিবির সাথে সম্পর্ক চুকিয়ে ফেলছেন।

গতকাল বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের টিম মিটিংয়ে ডোনাল্ড জানিয়ে দিয়েছেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না। আগামীকাল ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপের ম্যাচটিই টাইগারদের সঙ্গে তার শেষ। এরপর দেশে ফিরে যাবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

এর আগে গতকাল দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপে বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ডোনাল্ড হয়তো বিসিবির সাথে চুক্তি নবায়ন নাও করতে পারেন। কারণ তিনি কোচিং ছেড়ে পরিবারকে সময় দিতেই বেশি উৎসাহী।

এখন প্রশ্ন হলো, সত্যিই ডোনাল্ড নিজ থেকেই আর চুক্তি নবায়ন করতে চাননি? নাকি বিসিবি এ দক্ষিণ আফ্রিকান সাবেক নামি ফাস্টবোলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নয়? এ নিয়ে দুইরকম কথা শোনা যাচ্ছে।

বিসিবির ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুস আজ শুক্রবার দুপুরেও জাগো নিউজকে জানিয়েছেন যে, ডোনাল্ড নিজেই চুক্তি নবায়ন করতে চান না। পুনে থেকে টেলিফোনে একই কথা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও।

কিন্তু বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের কথায় অন্য ইঙ্গিত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ডোনাল্ড তো চুক্তি নবায়ন না করে দেশে ফেরার কথা জানিয়েছেন। এ ব্যাপারে বিসিবির ভাষ্য কী?

জবাবে নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘যেহেতু চুক্তিটা দু পক্ষের মধ্যে, তাই কোনো পক্ষ এককভাবে চুক্তি নবায়ন না করার কথা বলতে পারে না। এখানে দুইপক্ষের মধ্যে সমাঝোতার মাধ্যমেই যা হওয়ার হবে। এখন ডোনাল্ড তার মত জানিয়ে থাকলে আমাদেরও তো মতামত থাকতে পারে!’

সে মতটা কি? বিসিবি সিইও বলেন, ‘এখনো বিশ্বকাপের খেলা চলছে। এখন তা নিয়ে চরম মন্তব্য না করাই শ্রেয়। সেটাকে সময়ের ওপর ছেড়ে দেওয়াই উত্তম।’

বিসিবি সিইওর এমন কথায় মনে হচ্ছে, তাদের মত ভিন্ন। মানে হয়তো ডোনাল্ড নন, বিসিবিই চায়নি চুক্তি নবায়ন করতে। তাই ডোনাল্ড দায়িত্ব ছাড়ার কথা বলেছেন।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।