তৃতীয় টি-টোয়েন্টি

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

প্রথম দুই টি-টোয়েন্টিতেই হার। গুয়াহাটিতে সিরিজ বাঁচানোর মিশনে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। অসি অধিনায়ক ম্যাথু ওয়েড প্রথমে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ২০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েও ২ উইকেটে হেরে যায় অসিরা। পরের ম্যাচে আগে ব্যাট করতে নেমে সফরকারীদের ২৩৬ রানের আরও বড় লক্ষ্য দেয় ভারত। ওই ম্যাচে স্বাগতিকদের কাছে ৪৪ রানে হারে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে এখন ২-০তে এগিয়ে ভারত।

ভারতীয় একাদশ
জশস্বী জ্যাসওয়েল, রুতুরাজ গাইকোয়াড়, ইষান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জস ইঙ্গলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক), কেন রিচার্ডসন, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তানভীর সাঙ্ঘা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।