‘শান্তর মাঝে বড় ক্রিকেটার হওয়ার সব গুনাবলী আছে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ক্রিকেটে ভাল খেলতে পারেননি। ঘুরিয়ে বললে ক্রিকেটের বড় মঞ্চে তার সময় ভাল যায়নি; কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে আবার সেই শান্তর দেখা মিললো। আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবার শতরান করেছেন শান্ত। তার অধিনায়কোচিত ব্যাটিংয়েই তৃতীয় দিন শেষে খানিক স্বস্তিতে বাংলাদেশ।

খেলা দেখা সব বাংলাদেশ ভক্ত ও সমর্থক এখন শান্তর প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশের অন্যতম কুশলী ও দক্ষ প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিম শান্তর প্রশংসা করছেন অন্যভাবে।

তিনি মনে করেন, ‘শান্ত আজ তার নিজের জাত চিনিয়েছেন। দলের প্রয়োজনে কখন কেমন ব্যাটিং অ্যাপ্রোচ দরকার, অ্যাপ্লিকেশন কি হওয়া উচিৎ- তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে।’

শান্তর প্রশংসা করে কোচ ফাহিম বলেন, ‘শান্ত দারুন ব্যাটিং করেছে। আজ ভিন্ন মেজাজে ও স্টাইলে খেলেছে সে। যতক্ষন মুমিনুল ছিল, ততক্ষন উইকেট আগলে রাখার পাশাপাশি রান তোলায় মনোযোগী ছিল; কিন্তু মুমিনুল আউট হওয়ার সাথে সাথে নিজেকে গুটিয়ে নিল। একদম খোলসবন্দী করে ফেললো।’

শান্তর ব্যাটিং অ্যাপ্রোচে দারুন সন্তুষ্ট ফাহিম আরও বলেন, ‘বোঝা গেল শান্ত নিজের উইকেট দিতে একদমই রাজি ছিল না। আসলে টেস্ট ক্রিকেটই এমন। কখনো পরিবেশ-পরিস্থিতি কখনো আমার পক্ষে থাকবে। আবার কখনো আমার পক্ষে থাকবে না।’

আজকের ইনিংস দেখেই কি আপনি মুগ্ধ? আসলে শান্তর ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি কতটা? এ প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘শান্ত এখন নতুন বহরের সেরা; কিন্তু আশপাশে সে জিনিসটার অভাব। যে কারণে অনেক বড় করে ভাবতে পারছে না। বড় করে দেখতে পারছে না। সে যোগ্যতা তার আছে। আউটস্ট্যান্ডিং পারফর্ম করার ক্যাপাসিটি তার মধ্যে আছে এবং সবার জন্য উদাহারণ হয়ে দাঁড়ানোর ক্ষমতাও আছে। সবাইকে অনুপ্রাণিত করার ক্ষমতা আছে শান্তর। ও বড় ইনিংস খেলা শুরু করলে সেটা বাকিদের অনুপ্রাতি করবে আগামীতে।’

‘এক সময় সাকিব, তামিমরা সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছে। এখন শান্ত সেটা পারবে। শান্তর মাঝে বড় ক্রিকেটার হওয়ার সব গুনাবলী আছে। রানের ক্ষুধা কতটা- তার ওপর নির্ভর করবে। ক্ষুধা বড় হলে অনেকদুর যেতে পারবে। ক্ষুধা, সততা আর ডিসিপ্লিন থাকলে অনেক দুর যেতে পারে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।