ট্রফিতে পা তোলা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্শ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

বিশ্বকাপের শিরোপা জেতার পর ট্রফিতে পা তুলে দেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তৈরি হয় নানামুখী সমালোচনা। যে সমালোচনার কোনো উত্তর খুঁজে পাননি ক্রিকেটপ্রেমীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের ক্রিকেটভক্তরা ক্ষোভ ঝেড়েছেন মার্শের উপর। তারা বলেছেন, ট্রফিতে অপমান করতেই এমন কাজ করেছেন এই অসি ব্যাটার।

মার্শের এই ছবি নিয়ে কথা বলেছেন ভারতের পেসার মোহাম্মদ শামিও। তিনি বলেছেন, যে ট্রফিকে সবাই মাথায় তুলতে চায়, সে ট্রফির সাথে এমন আচরণ মোটেও আনন্দের নয়।

অবশেষে বিতর্কিত ছবি নিয়ে মুখ খুলেছেন মার্শ। ফাইনাল ম্যাচের ১২ দিন পর ঘটনাটির ব্যাখ্যা দিলেন এই অসি অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান টেলিভিশন সেনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্শ বলেন, ‘স্পষ্টতই সেই ছবিতে কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি এটি করতে খুব বেশি চিন্তা করিনি, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি না। যদিও সবাই আমাকে বলে যে, এটি ছড়িয়ে গেছে। তাতে তেমন (অসম্মান) কিছু নেই।’

আইএইচএস/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।